Khoborerchokh logo

সমাজতন্ত্র না থাকলে গণতন্ত্র হয় পোড়া রুটি আর সু শাসন না থাকলে উন্নয়ন ব্যর্থ হয়- হাসানুল হক ইনু 210 0

Khoborerchokh logo

সমাজতন্ত্র না থাকলে গণতন্ত্র হয় পোড়া রুটি আর সু শাসন না থাকলে উন্নয়ন ব্যর্থ হয়- হাসানুল হক ইনু

সমাজতন্ত্র না থাকলে গণতন্ত্র হয় পোড়া রুটি আর সু শাসন না থাকলে উন্নয়ন ব্যর্থ হয়- হাসানুল হক ইনু
কুষ্টিয়া জেলা জাসদের সম্মেলন সম্পন্ন।সভাপতি মহাসিন আলী, ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন ।আজ রবিবার বিকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে কুষ্টিয়া জেলা জাসদের সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মলনের কার্যক্রম শুরু করেন। প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এমপি বলেন সমাজতন্ত্র না থাকলে গণতন্ত্র হয় পোড়া রুটি আর সুশাসন না থাকলে উন্নয়ন ব্যর্থ হয় তাই সুশাসন প্রতিষ্ঠা করা আমাদের দেশের উন্নয়নের জন্য একান্ত অপরিহার্য শর্ত।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি সফি উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম খালেক,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি  ,রোকনুজ্জামান রোকন,জেলা জাসদের সভাপতি মহাসিন আলী,  সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন,  ওয়াবাদুর রহমান চুন্নু, মোহাম্মদ আবদুল্লাহ, আশরাফুল ইসলাম আতা, আহম্মেদ আলী, জয় দেব কুমার বিশ্বাস, মাহাবুব আলম, ফজলুল রহমান, জিল্লুর রহমান, শহিদুল কবির স্বপন প্রমুখ।অনুঠানের সঞ্চালন অসিত সেন।
  সম্মেলনে আটষট্টি  সদস্যবিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয় ।মহাসিন আলী ও আব্দুল আলীমকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করা হয়। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com